• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সখিপুরে ষড়যন্ত্র মূল মূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • ''
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০২৪

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আমিনুল সিকদারকে ফাঁসানোর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। ২৮ এপ্রিল সকাল ১০ টায়

আমিনুলের নিজ এলাকায় কাকড়াজান ইউনিয়নের আদানি পাড়া ভূইয়াদ, কুটুমশাহ মাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক মেম্বার আশরাফ আলীর সভাপতিত্বে মানব বন্ধনে এলাকার নারী পুরুষ সর্ব শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেন।মানব বন্ধনে আগত হেলাল মিয়া বলেন, আমিনুল শিকদার একজন

সমাজ সেবক, তিনি এই মাদকের সাথে কোন ভাবেই জড়িত নয়, আমরা জানি আমিনুল শিকদার একজন ভাল মানুষ সে ষড়যন্ত্রের শিকার। বিল্লাল হোসেন বলেন,আমিনুল শিকদারের মতো ভালো মানুষ কখনোই মাদকের সাথে জড়িত নয়, আমরা তার মুক্তি চাই।আমিনুল শিকদারের গর্ভধারিণী মা,বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলেন আমার ছেলে কোন মাদকের সাথে জড়িত নয় আমার ছেলে কে ফাঁসানো হয়েছে,আমি ছেলেকে ফেরত চাই এই কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন।

কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন বলেন, আমিনুল শিকদার কোন প্রকার মাদকের সাথে জড়িত এমন কথা আমি জানিনা তবে আমার জানা মতে সে একজন ভাল মানুষ। মানববন্ধনে আসা আরো স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় আমিনুল শিকদার একজন ভাল মানুষ সে একজন সমাজ সেবক সে ষড়যন্ত্রের শিকার হয়েছে আমার এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চাই, আমরা তার মুক্তি চাই। উল্লেখ্য ২০এপ্রিল শনিবার বিকেল চারটায় তার নিজের গ্রাম আদানি পাড়া ভূইয়াদ, কুটুম শাহ মাজার এলাকায় তার নিজের দোকান থেকে টাঙ্গাইল Rab ১৪ তাকে আটক করে নিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads